প্রকাশিত: Mon, Feb 13, 2023 2:24 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:27 PM

রাষ্ট্রপতির নামের কোন বানানটি সঠিক?

প্রভাষ আমিন :বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতির নামের কোন বানানটি ঠিক? গত ১০ জানুয়ারি জনকণ্ঠে প্রকাশিত তাঁর কলামে নামের বানান হলো, ‘ মোঃ সাহাবুদ্দিন চুপ্পু’ (চুপপু লিখতে মাঝের প-এর নীচে একটা হসন্ত আছে। তবে মোবাইলে হসন্ত দিলে চুপ্পু হয়ে যায়)। হবু মহামান্যের ফেসবুক প্রোফাইলে তাঁর আরো অনেক লেখার লিঙ্ক শেয়ার করা আছে, সেখানেও এই বানানই আছে। কিন্তু দেশের সবচেয়ে প্রভাবশালী দৈনিক প্রথম আলো দিনভর (১২ ফেব্রুয়ারি) লিখছে, ‘মোহাম্মদ সাহাবুদ্দিন’। রাষ্ট্রপতির নামের বানান বদলে ফেলার, ‘মোঃ’কে ‘মোহাম্মদ’ বানিয়ে ফেলার, ডাকনাম ছেটে ফেলার অধিকারও কি প্রথম আলোর আছে? আমি বিশ্বাস করি একজন ব্যক্তি যেভাবে তার নামের বানান লেখেন, সেভাবেই সবার লেখা উচিত। ডাকনাম ফেলে দেওয়া মানে স্পষ্টভাবেই বিকৃতি। 

অনেক দিন ধরেই প্রথম আলো এই অনধিকার চর্চা করছে। তবে তাদের এই চর্চা সবার জন্য সমান নয়। লুৎফর রহমান রিটনের পুরো নাম লিখলেও অকাল প্রয়াত ওবায়দুল গনি চন্দনের ছড়া ছাপতো চন্দন বাদ দিয়ে। এ নিয়ে চন্দন অনেক প্রতিবাদও করেছিলেন। নামের ব্যাপারে প্রথম আলো সবলের সাথে একরকম, দুর্বলের সাথে একরকম। এখন জানলাম মনোনয়নপত্রে হবু রাষ্ট্রপতির নামের বানান লেখা হয়েছে ‘মোঃ সাহাবুদ্দিন’, কিন্তু প্রথম আলো লিখেছে ‘মোহাম্মদ সাহাবুদ্দিন’। রাষ্ট্রপতির নামের কোন বানানটি ঠিক? বঙ্গভবনের প্রেস রিলিজের অপেক্ষায় থাকলাম। লেখক: হেড অব নিউজ, এটিএন নিউজ